রাজশাহী মহানগরীতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ চক্রের ৩ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ৩ জন হলেন- নগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ি এলাকার মো. রিফাত (১৯)), বারইপাড়া এলাকার রাসেল আহম্মেদ (১৯) এবং একই এলাকার মো. উজ্জ্বল (২০)। সোমবার (৯ জানুয়ারি) আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত দুই দিন ধরে এই অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানার সদস্যরা দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চক্রের ৩ জন গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, গত শনিবার বিকালে পুলিশ জানতে পারে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ রিফাতকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে বায়া বাজারের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আরেকটি চোরাই মোটরসাইকেলসহ অন্য দুজনকে আটক করা হয়। রফিকুল আলম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে আসছিলো। এদের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। এদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১০:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- ৯৬
Tag :
সর্বাধিক পঠিত

























