কুয়াশার তীব্রতা কমে রোদের দেখা মিলছে আজ সকালেই। এতে রাজশাহীসহ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সোমবার আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে। সকাল ১০টার পর থেকেই আজ রাজশাহীতে শীতের তীব্রতা একটু কমেছে। বেলা বাড়ার সঙ্গে বেড়েছে তাপমাত্রা। মানুষ স্বস্তি নিয়ে চলাফেরাসহ কাজ করতে পারছেন। তবে গতকাল রাতে হু হু বাতাসে তাপমাত্রার পারদ নামিয়ে দিয়েছিল। বেড়েছিল শীতের তীব্রতা। কনকনে শীতে মানুষসহ প্রাণীকূল অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দিনের তাপমাত্রা।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সকালেই হেসেছে রোদ, শীতের তীব্রতা কমেছে কিছুটা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- ১১১
Tag :
সর্বাধিক পঠিত



























