মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে আ.লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া

ময়মনসিংহে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির গণঅবস্থান কর্মসূচি মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমাদের কর্মসূচি চলাকালে আওয়ামীয় লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা করে। পরে আমাদের নেতাকর্মীদের ধাওয়ায় তারা পিছু হটেছে।’ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘কোনো হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে মিটিং করছি। আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা নিজেরাই এসব করে আমাদের উপর দায় চাপাতে চাইছে।’ এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ এদিকে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচির উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। কর্মসূচি উপলক্ষে সকাল থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসতে শুরু করেন। এদিকে ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সকাল থেকে নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সহ দলীয় কার্যালয়ে অবস্থান করতে দেখা গেছে দলটির নেতা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। দুই দলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

ময়মনসিংহে আ.লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

ময়মনসিংহে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির গণঅবস্থান কর্মসূচি মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমাদের কর্মসূচি চলাকালে আওয়ামীয় লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা করে। পরে আমাদের নেতাকর্মীদের ধাওয়ায় তারা পিছু হটেছে।’ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘কোনো হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে মিটিং করছি। আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা নিজেরাই এসব করে আমাদের উপর দায় চাপাতে চাইছে।’ এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ এদিকে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচির উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। কর্মসূচি উপলক্ষে সকাল থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসতে শুরু করেন। এদিকে ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সকাল থেকে নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সহ দলীয় কার্যালয়ে অবস্থান করতে দেখা গেছে দলটির নেতা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। দুই দলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।