মুন্সীগঞ্জের সিরাজদিখানে রিফা আক্তার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের বেগমবাজার সংলগ্ন চর খাসকান্দি এলাকার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিফা আক্তার কুয়েত প্রবাসী জাহিদুল ইসলামের (৩০) স্ত্রী ও কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মধ্যপাড়া করেরগাও এলাকার রব মিয়ার মেয়ে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে রিফাকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। নিহতের বড় ভাই কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘তিন দিন আগে বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তারা দাওয়াত গ্রহণ না করে আমাদের ফিরিয়ে দেয়। গতকাল রাতেও বোনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তখনও সে স্বাভাবিক ছিল।’ তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমাদের ফোন দিয়ে জানানো হয়, রিফা আত্মহত্যা করেছে। আমার বোন আত্মহত্যা করার মতো মানুষ না। তারা আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছে।’ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- ৮৭
Tag :
সর্বাধিক পঠিত



























