সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার

রাজশাহীতে মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ১টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মাছ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: মমিনুল ইসলাম (২৫)), পবা থানার বসন্তপুর বাগধানীর হাসিবুর রহমানের ছেলে মো: শিমুল ইসলাম (২৫) ও কর্ণহার থানার দর্শনপাড়ার মো: রেকবুল ইসলামের ছেলে মো: রবিন আলী (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জানুয়ারি ২০২৩ দুপুর ১ টায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, এসআই মো: নাসির উদ্দিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা থানার বড়গাছী বাজার এলাকা হতে আসামি মো: মমিনুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াই টায় আসামি শিমুলকে তার বাড়ী হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে বিকেল সাড়ে ৪ টায় অপর আসামি রবিন আলীকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৩ আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করে এবং আসামিদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে গত ৮ জানুয়ারি ২০২৩ শাহমখদুম থানায় ৩ জন আসামি-সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতেই শাহমখদুম থানা পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

রাজশাহী মহানগরীতে ১টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মাছ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: মমিনুল ইসলাম (২৫)), পবা থানার বসন্তপুর বাগধানীর হাসিবুর রহমানের ছেলে মো: শিমুল ইসলাম (২৫) ও কর্ণহার থানার দর্শনপাড়ার মো: রেকবুল ইসলামের ছেলে মো: রবিন আলী (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জানুয়ারি ২০২৩ দুপুর ১ টায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, এসআই মো: নাসির উদ্দিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা থানার বড়গাছী বাজার এলাকা হতে আসামি মো: মমিনুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াই টায় আসামি শিমুলকে তার বাড়ী হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে বিকেল সাড়ে ৪ টায় অপর আসামি রবিন আলীকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৩ আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করে এবং আসামিদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে গত ৮ জানুয়ারি ২০২৩ শাহমখদুম থানায় ৩ জন আসামি-সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতেই শাহমখদুম থানা পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।