বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গণিত বিভাগের ম্যাথ অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ১৬ জানুয়ারি) দুপুর ২ঃ০০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গণিত বিভাগের ৩১২ নং কক্ষে অনুষ্ঠান শুরু হয়। এসময় গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাহজাহান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সম্মানিত শিক্ষক ড. মোঃ মিনারুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন গণিত বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মোঃ রাকিব জমাদার। এরপর প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবকে ফুল দিয়ে বরণ করে নেন গণিত বিভাগের সম্মানিত শিক্ষক ড. মোঃ মিনারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব বলেন,” আমাদের বিশ্ববিদ্যালয় নতুন হিসেবে এখানে অনেক কিছুই পর্যাপ্ত পরিমাণে নেই তাছাড়া বিগত কয়েক বছরে বিভাগ গুলোতে অধিক পরিমাণে শিক্ষার্থী ভর্তি করাই বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল কিন্তু বর্তমানে আমরা এই সমস্যা কাটিয়ে উঠেছি”।
পরিশেষে তিনি গণিতের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদেশ্যে বলেন , “গণিত বিজ্ঞান অনুষদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যার প্রয়োজনীয়তা সকল ক্ষেত্রে”।
গণিত বিভাগের জন্য লাবের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি গণিত বিভাগের ল্যাব এর সমস্যা নিরসনের আশ্বাস দেন।