সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে রাবির সেচ্ছাসেবী মূলক সংগঠন ‘স্বজন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজনের’ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সদস্যরা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবীর রুবেল, একই বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বিভিন্ন হল কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘স্বজন’ যদিও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন কিন্তু সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় সংগঠনটির সদস্যরা গতরাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের টোকেন দিয়ে আসে। সেই ধারাবাহিকতায় আজ সেই টোকেন অনুসারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অধ্যাপক জি. এম. শফিউর রহমান এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সর্বশেষে সংগঠনের সফলতা কামনা করেন তিনি।

অধ্যাপক ড. আনোয়ারুল কবীর রুবেল বলেন, স্বজন কর্মীরা স্বেচ্ছায় যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রসংশার দাবিদার। সংগঠনটির সদস্যরা এ ধরনের মানবিক কাজের মধ্য দিয়ে সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

উল্লেখ্য, সংগঠনের বর্তমান কমিটির সাধারন সম্পাদক বকুল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শীতার্তদের পাশে রাবির সেচ্ছাসেবী মূলক সংগঠন ‘স্বজন’

প্রকাশিত সময় : ০৯:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজনের’ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সদস্যরা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবীর রুবেল, একই বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বিভিন্ন হল কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘স্বজন’ যদিও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন কিন্তু সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় সংগঠনটির সদস্যরা গতরাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের টোকেন দিয়ে আসে। সেই ধারাবাহিকতায় আজ সেই টোকেন অনুসারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অধ্যাপক জি. এম. শফিউর রহমান এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সর্বশেষে সংগঠনের সফলতা কামনা করেন তিনি।

অধ্যাপক ড. আনোয়ারুল কবীর রুবেল বলেন, স্বজন কর্মীরা স্বেচ্ছায় যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রসংশার দাবিদার। সংগঠনটির সদস্যরা এ ধরনের মানবিক কাজের মধ্য দিয়ে সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

উল্লেখ্য, সংগঠনের বর্তমান কমিটির সাধারন সম্পাদক বকুল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।