খেলা করার সময় আগুনে দগ্ধ হয়ে হুয়াইফা (৯) এবং হাসান (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়াদের মধ্যে হুয়াইফা মাজবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে এবং হাসান একই গ্রামের ইকরাম শেখের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে ইকরাম শেখের বাড়িতে চার শিশু খেলা করছিলো। তারা রান্না ঘরে প্রবেশ করে। এসময় তারা রান্না ঘরে থাকা ম্যাচলাইট আগুন ধরায়। আগুন দেখে দুই শিশু রান্নাঘর থেকে বাইরে চলে এলেও হুয়াইফা ও হাসান সেখানেই দাঁড়িয়ে ছিলো। একপর্যায়ে তাদের শরীরে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন হুয়াইফা ও হাসান। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দগ্ধদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। হুয়াইফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগে তারও মৃত্যু হয়।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আগুনে প্রাণ গেলো দুই শিশুর
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- ৮৬
Tag :
সর্বাধিক পঠিত



























