যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাবেক সেনা সদস্যের গুলিতে পুলিশসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) জর্জিয়ার সাগরেহো শহরের একটি আবাসিক এলাকা হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে। এলাকার একটি আবাসিক ভবনের বারান্দা থেকে এক সাবেক সেনা সদস্য কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সাগরেহোর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বারান্দা থেকে গুলি চালানো হলে হতাহতের ঘটনা ঘটে। একপর্যায়ে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সেনা আফগানিস্তানে কর্মরত ছিলেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জর্জিয়ায় শুটিং স্প্রিতে শ্যুটারসহ নিহত ৬
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- ৭৬
Tag :
সর্বাধিক পঠিত


























