সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে সাইকেল চোর আটক ও পুলিশের কাছে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির সময় শিক্ষার্থীদের কাছে হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় এ ঘটনা ঘটে।

আটককৃতের নাম মো. আজিবর (৩৫)। সে নগরীর মেহেরচণ্ডী বাগানপাড়া এলাকার মৃত মজু মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে পরিবহন মার্কেটে সাইকেল চুরির সময় শিক্ষার্থীরা হাতেনাতে  আটক করে। উপস্থিত সকলে তাকে উত্তম মধ্যম দিলে প্রক্টরিয়াল বডি এসে তাকে উদ্ধার করে। পরে প্রক্টরের মাধ্যমে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে সে সকালে আরেকটি সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেহেরচণ্ডী এলাকার একটি বাঁশঝাড় থেকে সাইকেলটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী মেহেরচণ্ডীর দক্ষিণপাড়া থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সাইকেল ও অভিযুক্ত মো. আজিবরকে  মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, চোর আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আমরা তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে সাইকেল চোর আটক ও পুলিশের কাছে সোপর্দ

প্রকাশিত সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির সময় শিক্ষার্থীদের কাছে হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় এ ঘটনা ঘটে।

আটককৃতের নাম মো. আজিবর (৩৫)। সে নগরীর মেহেরচণ্ডী বাগানপাড়া এলাকার মৃত মজু মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে পরিবহন মার্কেটে সাইকেল চুরির সময় শিক্ষার্থীরা হাতেনাতে  আটক করে। উপস্থিত সকলে তাকে উত্তম মধ্যম দিলে প্রক্টরিয়াল বডি এসে তাকে উদ্ধার করে। পরে প্রক্টরের মাধ্যমে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে সে সকালে আরেকটি সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেহেরচণ্ডী এলাকার একটি বাঁশঝাড় থেকে সাইকেলটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী মেহেরচণ্ডীর দক্ষিণপাড়া থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সাইকেল ও অভিযুক্ত মো. আজিবরকে  মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, চোর আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আমরা তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নিব।