বাংলাদেশের দেয়া স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ নারী দল। এতে করে সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেটের ব্যবধানে হারায় প্রোটিয়া মেয়েরা। এবারের আসরে এটিই প্রথম হার বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বের তিন ম্যাচ জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে টাইগ্রেসরা। বাংলাদেশের দেয়া টার্গেটে খেলতে নেমে শুরুতেই প্রোটিয়া ওপেনার এলান্ড্রি জানসেকে দলীয় ৪ রানে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর সাইমন লরেন্সকে দলীয় ৩০ এবং রেনেকেকে ৩৩ রানের মাথায় রাবেয়া খান ফেরালে ম্যাচে ফেরে বাংলাদেশ। এক ওভার পর ফিরে এসে আরেক ব্যাটার মাইনে স্মিটকে ক্যাচ আউট করেন রাবেয়া। তবে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় প্রোটিয়া মেয়েরা। এরপর পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করে প্রোটিয়াদের জয়ের পথ মসৃণ করেন ম্যাডিসন ল্যান্ডসম্যান। তিনি একাই করেন ৩৮ বলে ৩৭ রান। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কারাবো মেসো। তিনি অপরাজিত থাকেন ৩০ বলে ৩২ রান করে। এর আগে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সুপার সিক্সের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়তেই হিমশিম খেতে হয়েছে টাইগ্রেসদের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল। ওপেনিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার মিস্টি শাহা ও আফিয়া প্রত্যাশা। মিস্টির ১২ এবং প্রত্যাশার ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। তিন নম্বরে নেমে মাত্র ১৭ রান করে ফিরেছেন আরেক ব্যাটার দিলারা আকতার। এরপর স্বর্ণা আক্তার ২০ ও সুমাইয়া ২৩ রান করে ফেরেন। শেষদিকে ৮ রান করে অপরাজিত থাকেন রাবেয়া আক্তার। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন কায়লা রেনেকে। এ পরাজয়ের ফলে শেষ চারের ওঠার সমীকরণ অনেকটা জটিল হয়ে গেল বাংলাদেশের। এক নম্বর গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে সেমিফাইনালে উঠতে শেষ ম্যাচে শুধু সংযুক্ত আরব আমিরাততে হারালেই চলবে না গ্রুপের অন্য কিছু ম্যাচের ফলও আসতে হবে নিজেদের অনুকূলে।