সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ৫ লক্ষাধিক টাকা মুল্যের ভারতীয় থানকাপড় ও কসমেটিক বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের আনন্দমোড় থেকে শনিবার রাতে ভারতীয় পণ্যসহ চারজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি ধর্মপাশা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভারতীয় পণ্য নিয়ে শনিবার রাতে একটি পিকআপ ভ্যানে করে চারজন চোরাইকারি নেত্রকোনার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বঙ্গবন্ধু মোড় থেকে সুজানুর রহমান (৪০) ,তৈমুর রেজা (৩২), সাদেকুজ্জামান (৩২) ও সোহেল রানা (৩২)কে আটক করা হয় । এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।