প্রশ্ন : কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সানা, দরুদ ও দোয়ায়ে মাছুরা বাদ দিয়ে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে?
-মো. আবদুল ওয়াহ্হাব, পতেঙ্গা, চট্টগ্রাম
উত্তর : ইচ্ছাকৃতভাবে সানা, দরুদ শরিফ ও দোয়ায়ে মাছুরা বাদ দিয়ে নামাজ পড়া অনুত্তম এবং মাকরুহে তানজিহি। যদি ভুলক্রমে বাদ দেয় তাহলে অনুত্তম হবে না। বরং নামাজ যথাযথভাবেই আদায় হয়ে যাবে। ফতোয়া কাসেমিয়া : ৫/৬৪২
উত্তর প্রদান: মুহাম্মদ আতিকুর রহমান, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, মাসকান্দা, ময়মনসিংহ