প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দলীয় টেন্ট থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগামী ২৯ জানুয়ারি দেশরত্ন শেখ হাসিনার জনসভায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের নির্দেশনা থাকবে সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে মাদ্রাসা মাঠ যেন মুখরিত থাকে। রাবির সকল শিক্ষার্থীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সামনে আমরা প্রমাণ করতে চাই এই বাংলাদেশ বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার, এই রাজশাহী জননেত্রী শেখ হাসিনার।
তিনি আরো বলেন, ছাত্র সমাজের সামনে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই, ছাত্র সমাজের একটিই রায় সেটি হচ্ছে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা যে আপোষহীন সেটিই আমরা জনসভায় প্রমাণ করতে চাই। আমাদের গণআন্দোলনে অনেক সময় দিশারি হয়ে ভুমিকা পালন করেছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সাদ্দাম আরো বলেন, গণআন্দোলনে অনেক সময় দিশারি হয়ে ভুমিকা পালন করেছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। মৌলবাদ বিরোধী আন্দোলনে, স্বাধীনতা বিরোধীদের কলিজা কাপানো মিছিলে নেতৃত্ব দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নিজের জীবন বলিদান করে, রাজাকারদের এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে, স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শহীদের রক্তের প্রতি আমাদের যে প্রচন্ড ঋণ রয়েছে সেই দায়বদ্ধতা পূরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতীতে অগ্রণী ভূমিকা পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান,ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখার সভাপতি আতিকা বিনতে হোসেন; রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ,এসময় সমাবেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিব হাসান, সাবেক উপ-দপ্তর সম্পাদক শিমুল ও সাবেক গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেসবাহুল ইসলাম ও কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, উপধর্ম বিষয়ক সম্পাদক তওহীদুল ইসলাম দুর্জয়সহ বিশ্ববিদ্যালয় ও হল ইউনিটের নেতাকর্মীরা।