সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাজিক লণ্ঠন’ এর ২৪তম সংখ্যা প্রকাশ

চলচ্চিত্র বিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ‘ম্যাজিক লণ্ঠন’-এর ২৪তম সংখ্যা, জানুয়ারি ২০২৩ প্রকাশ হয়েছে। সেইসাথে ‘ম্যাজিক লণ্ঠন’ এক যুগ অতিবাহিত করলো।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত করেন ‘ম্যাজিক লণ্ঠন’র সম্পাদক কাজী মামুন হায়দার। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ১২ বছরে ‘ম্যাজিক লণ্ঠন’ নিয়মিতভাবে ২৪টি সংখ্যা প্রকাশ করেছে। দীর্ঘ পথচলায় ‘ম্যাজিক লণ্ঠন’-এর পাঠক ও শুভাকাক্সক্ষীরা ছিলেন আমাদের পাশে। তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

‘এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার লিখে থাকেন। এবারের সংখ্যায় বিভিন্ন বিষয়ে মোট ৩০টি প্রবন্ধ রয়েছে।’

ষাণ্মাসিক গবেষণা জার্নালটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘চলতি সংখ্যায় রয়েছে সদ্য জীবনমঞ্চ ছেড়ে যাওয়া সঙ্গীতকে দু-হাত ভরে দেওয়া লতা মঙ্গেশকার’কে নিয়ে প্রবন্ধ। এছাড়া বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতা আজিজুর রহমান, হলিউডের কৃষ্ণাঙ্গ নারী অভিনয়শিল্পী নিশেল নিকোলস ও কিংবদন্তি ভারতীয় নির্মাতা তরুণ মজুমদার স্মরণে প্রবন্ধ। আর চলচ্চিত্রের বর্তমান বিভাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’ অবলম্বনে দৃশ্যমাধ্যমে উপস্থাপনের রাজনীতি-অর্থনীতি, “সংস্কৃতিবানদের অবদমনে রাখা ‘গ্যারাইম্মা ভূত’” শিরোনামে হিরো আলমকে নিয়ে প্রবন্ধ, বলিউড ও দক্ষিণ ভারতের চলচ্চিত্রের বর্তমান হালচাল ও প্রবণতা, নাইজেরিয়ার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি (নলিউড) এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে রয়েছে দুইটি প্রবন্ধ।’

এবারের সংখ্যায় আলোচিত চলচ্চিত্র হাওয়া নিয়ে দুটি প্রবন্ধের পাশাপাশি ‘ম্যাজিক লণ্ঠন’ আয়োজিত ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’-এ “সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ” শিরোনামে কথা উপস্থাপন থাকছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের। এ সংখ্যায় দুই পর্বের আলোচনার প্রথম পর্ব প্রকাশ হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র লাল মোরগের ঝুঁটি, মালায়লাম চলচ্চিত্র বিরিয়ানি, রেহানা মরিয়ম নূরের পাশাপাশি আরো কয়েকটি প্রবন্ধে সাজানো হয়েছে চলচ্চিত্র-বীক্ষণ বিভাগটি। এর পাশাপাশি নিয়মিত বিভাগগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ সব প্রবন্ধ। তবে এ সংখ্যায় ‘ম্যাজিক স্মৃতি’, ‘ম্যাজিক আড্ডা’, ‘ম্যাজিক বাতচিত’ ও ‘নিউমিডিয়া’ বিভাগ থাকছে না। ৩২৪ পৃষ্ঠার এ পত্রিকাটির মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা।

‘ম্যাজিক লণ্ঠন’ পত্রিকাটি পাওয়া যাবে ঢাকায় তক্ষশীলা, পাঠক সমাবেশ, বেঙ্গল বই, উজান , বাতিঘর এবং কয়েজন-এ। রাজশাহীতে বিদ্যাসাগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওঙ্কার লাইব্রেরি, সিলেটে বাতিঘর, মালঞ্চ বুক সেন্টার, চট্টগ্রামে নন্দন বইঘর, বাতিঘর, যশোরে বইহাট, টাঙ্গাইলে পাবলিক লাইব্রেরিতে এবং কলকাতায় ধ্যানবিন্দু, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে পত্রিকাটি পাওয়া যাবে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও পাওয়া যাবে। পাঠক সরাসরি ‘ম্যাজিক লণ্ঠন’ ফেইসবুক পেইজ থেকেও অনলাইনে অর্ডার দিয়ে পত্রিকাটি পেতে পারেন।

প্রসঙ্গত, ‘ম্যাজিক লণ্ঠন’ নামে এ সংগঠনটির যাত্রা শুরু করি ২০১১ খ্রিস্টাব্দে। জানুয়ারি ও জুলাই মাসে আমরা নিয়মিত এ জার্নালটি প্রকাশ করি। প্রতি রবিবারে চলচ্চিত্র বিষয়ক ও বুধবারে সাধারণ পাঠচক্র করা হয়। এছাড়া ‘ম্যাজিক লণ্ঠন’-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ম্যাজিক লণ্ঠন’ এর ২৪তম সংখ্যা প্রকাশ

প্রকাশিত সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

চলচ্চিত্র বিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ‘ম্যাজিক লণ্ঠন’-এর ২৪তম সংখ্যা, জানুয়ারি ২০২৩ প্রকাশ হয়েছে। সেইসাথে ‘ম্যাজিক লণ্ঠন’ এক যুগ অতিবাহিত করলো।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত করেন ‘ম্যাজিক লণ্ঠন’র সম্পাদক কাজী মামুন হায়দার। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ১২ বছরে ‘ম্যাজিক লণ্ঠন’ নিয়মিতভাবে ২৪টি সংখ্যা প্রকাশ করেছে। দীর্ঘ পথচলায় ‘ম্যাজিক লণ্ঠন’-এর পাঠক ও শুভাকাক্সক্ষীরা ছিলেন আমাদের পাশে। তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

‘এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার লিখে থাকেন। এবারের সংখ্যায় বিভিন্ন বিষয়ে মোট ৩০টি প্রবন্ধ রয়েছে।’

ষাণ্মাসিক গবেষণা জার্নালটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘চলতি সংখ্যায় রয়েছে সদ্য জীবনমঞ্চ ছেড়ে যাওয়া সঙ্গীতকে দু-হাত ভরে দেওয়া লতা মঙ্গেশকার’কে নিয়ে প্রবন্ধ। এছাড়া বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতা আজিজুর রহমান, হলিউডের কৃষ্ণাঙ্গ নারী অভিনয়শিল্পী নিশেল নিকোলস ও কিংবদন্তি ভারতীয় নির্মাতা তরুণ মজুমদার স্মরণে প্রবন্ধ। আর চলচ্চিত্রের বর্তমান বিভাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’ অবলম্বনে দৃশ্যমাধ্যমে উপস্থাপনের রাজনীতি-অর্থনীতি, “সংস্কৃতিবানদের অবদমনে রাখা ‘গ্যারাইম্মা ভূত’” শিরোনামে হিরো আলমকে নিয়ে প্রবন্ধ, বলিউড ও দক্ষিণ ভারতের চলচ্চিত্রের বর্তমান হালচাল ও প্রবণতা, নাইজেরিয়ার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি (নলিউড) এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে রয়েছে দুইটি প্রবন্ধ।’

এবারের সংখ্যায় আলোচিত চলচ্চিত্র হাওয়া নিয়ে দুটি প্রবন্ধের পাশাপাশি ‘ম্যাজিক লণ্ঠন’ আয়োজিত ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১০’-এ “সাম্প্রতিক চলচ্চিত্র প্রবণতাতে ‘হাওয়া’র গড়ে ওঠা/নির্মাণ” শিরোনামে কথা উপস্থাপন থাকছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের। এ সংখ্যায় দুই পর্বের আলোচনার প্রথম পর্ব প্রকাশ হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র লাল মোরগের ঝুঁটি, মালায়লাম চলচ্চিত্র বিরিয়ানি, রেহানা মরিয়ম নূরের পাশাপাশি আরো কয়েকটি প্রবন্ধে সাজানো হয়েছে চলচ্চিত্র-বীক্ষণ বিভাগটি। এর পাশাপাশি নিয়মিত বিভাগগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ সব প্রবন্ধ। তবে এ সংখ্যায় ‘ম্যাজিক স্মৃতি’, ‘ম্যাজিক আড্ডা’, ‘ম্যাজিক বাতচিত’ ও ‘নিউমিডিয়া’ বিভাগ থাকছে না। ৩২৪ পৃষ্ঠার এ পত্রিকাটির মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা।

‘ম্যাজিক লণ্ঠন’ পত্রিকাটি পাওয়া যাবে ঢাকায় তক্ষশীলা, পাঠক সমাবেশ, বেঙ্গল বই, উজান , বাতিঘর এবং কয়েজন-এ। রাজশাহীতে বিদ্যাসাগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওঙ্কার লাইব্রেরি, সিলেটে বাতিঘর, মালঞ্চ বুক সেন্টার, চট্টগ্রামে নন্দন বইঘর, বাতিঘর, যশোরে বইহাট, টাঙ্গাইলে পাবলিক লাইব্রেরিতে এবং কলকাতায় ধ্যানবিন্দু, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে পত্রিকাটি পাওয়া যাবে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও পাওয়া যাবে। পাঠক সরাসরি ‘ম্যাজিক লণ্ঠন’ ফেইসবুক পেইজ থেকেও অনলাইনে অর্ডার দিয়ে পত্রিকাটি পেতে পারেন।

প্রসঙ্গত, ‘ম্যাজিক লণ্ঠন’ নামে এ সংগঠনটির যাত্রা শুরু করি ২০১১ খ্রিস্টাব্দে। জানুয়ারি ও জুলাই মাসে আমরা নিয়মিত এ জার্নালটি প্রকাশ করি। প্রতি রবিবারে চলচ্চিত্র বিষয়ক ও বুধবারে সাধারণ পাঠচক্র করা হয়। এছাড়া ‘ম্যাজিক লণ্ঠন’-এর প্রযোজনায় সংগঠনটির সদস্যরা নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করে থাকে।