রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে সম্রাট (৩২) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাইখালীর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। ওসি জানান, পাহাড়ের দুই আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) এবং এমএলপির মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সম্রাট নামে একজন নিহত হন। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাত ১১টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে । এদিকে, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, গংগ্রিছড়া এলাকায় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাহাড়ের দুই আঞ্চলিক দলে গোলাগুলি, নিহত ১
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- ১১৭
Tag :
সর্বাধিক পঠিত



























