1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দিলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ পঠিত

রাজশাহীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ রোববার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত  জনসমাবেশে তিনি প্রধানমন্ত্রীর হাতে এই ক্রেস্ট তুলে দেন।

এ সময় মেয়র বলেন, ‘শুধু রাজশাহী সিটি কর্পোরেশনকে ২ হাজার ৮০০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই রাজশাহীও এগিয়ে গেছে। অনেকে আমাকে সফল মেয়র বলেন, রাজশাহীকে গ্রিন সিটি বলেন। কিন্তু নেত্রী আপনার কাছ থেকে এই সহযোগিতা না পেলে কখনোই এই রকম উন্নয়ন করতে পারতাম না। এটি আপনার (শেখ হাসিনা) কাজ। আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আরও অনেকদিন আমাদের মধ্যে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করি।’রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের নেত্রী রাজশাহীর এই মাদ্রাসা মাঠে অনেকবার এসেছেন। কখনো সরকারি দলে, আবার কখনো বিরোধী দলে থাকতে এসেছেন, জনসভা করেছেন। আজকের জনসভায় এই মাঠে যে পরিমাণ মানুষ আছে, তার চেয়ে আট-দশ গুণ বেশি মানুষ বাইরেই রয়েছে। জনসভায় মানুষের ঢল নেমেছে।’

মেয়র আরও বলেন, ‘নেত্রী আপনার দেওয়া বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে, ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চায়, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছে। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছে।’

বর্তমান বছরটি উন্নয়নের বছর উল্লেখ করে রাসিক মেয়র বলেন, ‘আপনার সঙ্গে পদ্মা সেতু পার হয়েছি, আমরা আপনার সঙ্গে মেট্রোরেলে চড়েছি। অনেক মেগা প্রকল্প শেষ হয়েছে। আগামীতে আপনার পাশে থাকতে চাই। আমরা স্লোগান দেই শেখ হাসিনা আছেন সংসদে, আর আমরা আছি রাজপথে। আপনার কারণে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা কয়েক বছর আগেও ছিল না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD