1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:২০ অপরাহ্ন

পুলিশের আইজপির নামে হোয়াটসঅ্যাপে প্রতারণা মামলায় নওগাঁর এক যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৬ পঠিত

পুলিশের মহাপরিদর্শকের (আইজপি) নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করার মামলায় নওগাঁর এক যুবককে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতেই মামলার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৬)। নওগাঁ সদর উপজেলার খাগড়া জেলেপাড়া গ্রামে তার বাড়ি। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিরুল একটি মোবাইল নম্বর থেকে ২০২১ সালে তৎকালীন পুলিশ প্রধান বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্টে আইজিপির ছবিও ব্যবহার করা হয়। সেই হোয়াটসঅ্যাপ দিয়ে তিনি বিভিন্ন মানুষকে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ২০২১ সালের ২১ আগস্ট নওগাঁ সদর থানা-পুলিশের একটি দল আমিরুলকে আটক করে। এ সময় তার ফোনে আইজিপির নামে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করে পুলিশ। ইসমত আরা জানান, মামলার সাক্ষীদের সাক্ষ্য এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD