সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়ার চর গ্রামে গরু চোরকে দাওয়া করতে গিয়ে চোরের পিকআপ ভ্যানের চাপায় গৃহবধূ সেলিনা খাতুন (৪৪) নিহত হয়েছে। সে ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে জুবায়ের (২২) আহত হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে চোরেরা ওই গ্রামের রাস্তার ধারে কৃষক আমির চাঁনের বাড়িতে পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে যায়। তারা গোয়াল থেকে গরু খুলে পিকআপভ্যানে তোলার পর গৃহবধূ সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের টের পেয়ে তাদের ধাওয়া করে এবং থানায় ফোন দেয়। এ সময় চোরেরা পিকআপভ্যান দিয়ে তাদের চাপা দিয়ে দুটি গরু নিয়ে পালিয়ে যায়। এতে ওই গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয় এবং ছেলে আহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পথে চর সারটিয়া নামকস্থানে দুটি গরুসহ পিকআপ ভ্যান উদ্ধার করে। এ সময় বিশেষ কৌশলে পালিয়ে যায় চোরেরা। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে পিকআপ ভ্যানচাপায় গৃহবধূ নিহত
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- ৮৪
Tag :
সর্বাধিক পঠিত

























