ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনজুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর ফলে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, পানি সরবরাহ সীমিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে সবচেয়ে বড় হামলায় এক ঘণ্টার মধ্যে অন্তত ১৭টি ক্ষেপণাস্ত্র দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় আঘাত হেনেছে। ন্যাশনাল গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, রাতে বিদ্যুৎ কেন্দ্র এবং ট্রান্সমিশন কেন্দ্রগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুক্রবার সকালে পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ জানিয়েছেন, সাতজন আহত হয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সিনহুবভ লিখেছেন, ‘খারকিভ এখনও শত্রুর ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। সম্প্রতি আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলার শিকার হচ্ছে।’ ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে লিখেছেন, ‘রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে সারা রাত ও সকালে হামলা চালিয়েছে। আলোচনা ও রাজনৈতিক দ্বিধা যথেষ্ট হয়েছে। এখন প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ইউক্রেনের জন্য অভিযান সরঞ্জাম।’
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১১:০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- ৬৬
Tag :
সর্বাধিক পঠিত


























