বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই হলেন বন্ধু তানজিদ (২৪) ও রিফাত (২২)। এছাড়াও এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেজবা (২২) গুরুতর আহত হয়েছেন। মেজবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত সবাই শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের চকপোতা এলাকার বাসীন্দা। শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতোয়ার রহমান জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে তিন বন্ধু শেরপুর থেকে ধুনটে গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিঁটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তানজিদ নিহত হন। ধাক্কা লেগে রিফাত পুকুরের পানিতে ডুবে মারা যায়। মেজবাকে আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হসপিটাল এ পাঠানো হয়।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:২৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- ৮১
Tag :
সর্বাধিক পঠিত

























