চট্টগ্রামের আন্দরকিল্লায় সমবায় মার্কেটে আগুন লেগে একজন মারা গেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সমবায় মার্কেটের লেদ মেশিনের একটি দোকান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির এর সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একটি লেদ মেশিনের দোকান থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ৩/৪ টা প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিন তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল স্টোরে কেমিক্যাল মজুত থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকানন স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি দোকানের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- ৯৮
Tag :
সর্বাধিক পঠিত



























