শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যে ডায়েট মেনে চলেন প্রিয়াঙ্কা

শুধু বলিউডে নন, হলিউডেও বেশ আলোচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। এভাবে দুই অঙ্গনে কাজ করে যেতে নিজেকে রাখতে হয় ফিট। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়ে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এ অভিনেত্রী। জানালেন কিভাবে নিজেকে ফিট রাখেন। প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেস এবং সৌন্দর্য বরাবরই আলোচনার বিষয়। কিন্তু কীভাবে দীর্ঘদিন ধরে এমন ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন- তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। নিজেকে খাদ্যরসিক বলেই দাবি করেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ডায়েট প্রসঙ্গে কথা বলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে, তিনি ব্রেকফাস্টে অমলেট বা অ্যাভোক্যাডো টোস্ট খেতে পছন্দ করেন। যেহেতু তিনি ভারতীয়। তাই ইডলি, ধোসা বা পোহার মতো খাবারও তালিকায় রাখেন। প্রিয়াঙ্কা যখন ভারতে আসেন, তখন বাড়িতে তৈরি পরোটাও খান। লাঞ্চে ভারতীয় খাবারের মধ্যে রাগির রুটি, ঢেঁড়শের তরকারি বা আলুর তরকারি খান। কখনো কখনো আবার এক বাটি শুধুই টাটকা সালাদ বা সবজির সঙ্গে রোস্টেড মাছ খান। প্রিয়াঙ্কা জানান, যখন তিনি কাজে ব্যস্ত থাকেন, তখন বাড়িতে তৈরি সবজির সালাদ খান। লাঞ্চ বা ডিনারের মাঝে যদি খুদা পায় তাহলে একমুঠো মাখনা বা বাদাম খেয়ে খান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নিজেই এমনটা জানান। তার মতে, সকালের দিকে বেশি ভারী খাবার খেয়ে ডিনারে হালকা খাবার খাওয়াই ভালো। এছাড়াও মেদ ঝরাতে তিনি প্রতিদিন স্কিপিং করে থাকেন। নিজেকে সুস্থ রাখার জন্য প্রিয়াঙ্কার পরামর্শ, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তিনি সব সময় নিজের সঙ্গে বড় একটা পানির বোতল রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যে ডায়েট মেনে চলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

শুধু বলিউডে নন, হলিউডেও বেশ আলোচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। এভাবে দুই অঙ্গনে কাজ করে যেতে নিজেকে রাখতে হয় ফিট। বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়ে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এ অভিনেত্রী। জানালেন কিভাবে নিজেকে ফিট রাখেন। প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেস এবং সৌন্দর্য বরাবরই আলোচনার বিষয়। কিন্তু কীভাবে দীর্ঘদিন ধরে এমন ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন- তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। নিজেকে খাদ্যরসিক বলেই দাবি করেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি নিজের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ডায়েট প্রসঙ্গে কথা বলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে, তিনি ব্রেকফাস্টে অমলেট বা অ্যাভোক্যাডো টোস্ট খেতে পছন্দ করেন। যেহেতু তিনি ভারতীয়। তাই ইডলি, ধোসা বা পোহার মতো খাবারও তালিকায় রাখেন। প্রিয়াঙ্কা যখন ভারতে আসেন, তখন বাড়িতে তৈরি পরোটাও খান। লাঞ্চে ভারতীয় খাবারের মধ্যে রাগির রুটি, ঢেঁড়শের তরকারি বা আলুর তরকারি খান। কখনো কখনো আবার এক বাটি শুধুই টাটকা সালাদ বা সবজির সঙ্গে রোস্টেড মাছ খান। প্রিয়াঙ্কা জানান, যখন তিনি কাজে ব্যস্ত থাকেন, তখন বাড়িতে তৈরি সবজির সালাদ খান। লাঞ্চ বা ডিনারের মাঝে যদি খুদা পায় তাহলে একমুঠো মাখনা বা বাদাম খেয়ে খান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নিজেই এমনটা জানান। তার মতে, সকালের দিকে বেশি ভারী খাবার খেয়ে ডিনারে হালকা খাবার খাওয়াই ভালো। এছাড়াও মেদ ঝরাতে তিনি প্রতিদিন স্কিপিং করে থাকেন। নিজেকে সুস্থ রাখার জন্য প্রিয়াঙ্কার পরামর্শ, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তিনি সব সময় নিজের সঙ্গে বড় একটা পানির বোতল রাখেন।