খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাপমারা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বেরি বাজার গ্রামের তাজুল ইসলামের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাপমারা নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি খাদে পড়ে যাওয়ার সময় ট্রাকের চালক লাফ দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মাটিরাঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- ৭৬
Tag :
সর্বাধিক পঠিত


























