1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:১৩ অপরাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে,  অনুষ্ঠিত হয়েছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৮ পঠিত

‘হাল্ট প্রাইজ’ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে সামাজিক সমস্যা সমাধানমূলক পরিকল্পনা উত্থাপিত হয়। যেখানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা মেধা-মনন ব্যবহার করে অনন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রদর্শনের মাধ্যমে বিশ্বের যে কোনও অর্থনৈতিক, সামাজিক বা পরিবেশ কোন সংকট নিরসনে সহায়তা করে। যা বেকারত্ব এর হার লক্ষনীয়ভাবে কমিয়ে আনতে কিংবা প্রচুর কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা তৈরি করতে সক্ষম। হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে উদ্ভাবনী তরুণ-তরুণীদের বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করতে দেওয়া হয়। প্রতি বছর বিশ্বের প্রায় ১২১টি দেশে ৩০০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, এডুকেশন ফাস্ট এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অংশীদারিত্বে এই ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সর্বশেষ গ্লোবাল সামিটে জাতিসংঘের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮.৫ কোটি টাকা) প্রদান করা হয় তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস চূড়ান্ত প্রতিযোগিতায়  উদ্বোধনী ঘোষণা করেন  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  প্রফেসর ডক্টর আশিক মোসাদ্দিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফাইজার রাহমান এবং আরো  উপস্থিত ছিলেন  আসিফ ইকবাল হোসেন ম্যানেজিং ডাইরেক্টর সিবিএ আইটি । উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মোহাম্মদ সাদি, সহকারী অধ্যাপক  ইংরেজি বিভাগ, এবং মোঃ নাহিদ হাসান, প্রভাষক ব্যাবসায়ী প্রশাসন বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘হাল্ট প্রাইজ’  অন ক্যাম্পাস প্রতিযোগিতার কো-অর্ডিনেটর আরিফা ফেরদৌসী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  ইপসিতা তাসনিম রাহা, সাইদাতুস সাবা এবং তাসনিয়া হুসনে আফরিন।

তৃতীয়বারের মতো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে,  অনুষ্ঠিত হয়েছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা

উক্ত অনুষ্ঠান আয়োজন করেন ক্যাম্পাস পরিচালক আব্দুল্লাহ আল নোমান (২০২২-২৩) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ।

অন ক্যাম্পাস চূড়ান্ত প্রতিযোগিতার পুরোটা জুড়ে সহযোগিতায় ছিলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতার-২০২৩’ এর আয়োজন কমিটি। উক্ত প্রতিযোগিতায় ৩৪ টি টিম অংশগ্রহণ করেছিলো যার মধ্যে থেকে প্রাথমিক প্রতিযোগিতায় ১০ টি টিম বাছাই করা হয় এবং তারপর চূড়ান্ত প্রতিযোগিতায় অনুষ্ঠিত হলে 

অসাধারণ আইডিয়া উপস্থাপিত করে,

চ্যাম্পিয়ন হয়েছে ” Team Salvage “

প্রথম রানার আপ হয়েছে ” Team Shadow “

দ্বিতীয় রানার আপ হয়েছে ” Lex Et More “

এই সেরা তিনটি টিম অন ক্যাম্পাস প্রতিযোগিতায়  বিজয়ী হয়েছেন এবং এই দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে যাবে এবং সেখানে বিজয়ী দলটি গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার সুযোগ পাবে। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজেনস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার।এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ নিউজ ডটকম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD