তুরস্কে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) লুইসা ভিনটন তুরস্কের গাজিয়ানটেপ থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে এটা পরিষ্কার যে, শুধুমাত্র ক্ষতির পরিমাণই হবে ১০০ বিলিয়ন ডলারের বেশি।’ ৬ ফেব্রুয়ারিতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং আফটারশকে তুরস্কে ৪৫ হাজারেরও বেশি এবং প্রতিবেশী সিরিয়ায় পাঁচ হাজার জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিশ্বব্যাংক গত সপ্তাহে জানিয়েছিল, সব কয়টি শহরকে সমতল ভূমিতে রূপান্তর করা ধ্বংসাত্মক ভূমিকম্পে তুরস্কে ৩৪ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মঙ্গলবার লুইসা ভিনটন জানিয়েছেন, ইউএনডিপি, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তুর্কি সরকার অনেক বেশি ক্ষয়ক্ষতির হিসাব করেছে। তিনি বলেন, প্রাথমিক অবস্থায়, ‘এখনও পর্যন্ত করা গণনা থেকে এটি স্পষ্ট যে, তুরস্ক সরকার উপস্থাপিত এবং তিনটি আন্তর্জাতিক অংশীদারদের সমর্থিত ক্ষতির পরিসংখ্যান ১০০ বিলিয়ন ডলারের বেশি হবে।’ ইউএনডিপির এই কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ সম্পন্ন হওয়ার পর আগামী সপ্তাহে ব্রাসেলসে দাতা দেশগুলোর পুনরুদ্ধার এবং পুনর্গঠন সম্মেলন হবে বিষয়টি উত্থাপন করা হবে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তুরস্কে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের বেশি
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৯:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- ৮২
Tag :
সর্বাধিক পঠিত


























