ভারতে এইচথ্রিএনটু ভাইরাসের মাধ্যমে সংক্রমিত ইনফ্লুয়েঞ্জায় দুজন মারা গেছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে। মৃতদের এক জন হরিয়ানায় এবং অপরজন কর্ণাটকের বাসিন্দা বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। কর্ণাটকের বাসিন্দা ৮২ বছর বয়সী হাসানই ভারতের প্রথম ব্যক্তি যিনি এইচথ্রিএনটু ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন বলে মনে করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, হরিয়নার হিরে গৌড়াকে ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ১ মার্চ মারা যান। তিনি ডায়াবেটিস রোগী এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে। ভারতে এইচথ্রিএনটু ভাইরাসের প্রায় ৯০টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এইচওয়ানএনওয়ান ভাইরাসের আটটি ক্ষেত্রেও শনাক্ত করা হয়েছে। গত কয়েক মাস ধরে ভারতে ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ সংক্রমণ ইচথ্রিএনটু ভাইরাস কারণে সৃষ্ট, যা ‘হংকং ফ্লু’ নামেও পরিচিত। এই ভাইরাস দেশের অন্যান্য ইনফ্লুয়েঞ্জা সাব-টাইপগুলির তুলনায় বেশি হাসপাতালে ভর্তির কারণ
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতে এইচথ্রিএনটু ভাইরাসে ২ জনের মৃত্যু
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৯:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- ৬৩
Tag :
সর্বাধিক পঠিত


























