রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় এই মামলা করেন।
মামলার পর তসলিম আলী ওরফে পিটার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে বাসের চেইন মাস্টার। পিটার নগরীর খোজাপুর এলাকার বাসিন্দা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গত শনিবারের সংঘর্ষে বাসের চেইন মাস্টার তসলিমের বড় ভূমিকা আছে। মামলা হওয়ার পরে বিনোদপুর থেকে আজ তাকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় আজ সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন। তবে দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। পরে আবার বিকেল ৫টার পর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচারের দাবিতে দফায় দফায় স্লোগান দিয়ে সেখানে অগ্নিসংযোগ করেন।