রাঙামাটির কাপ্তাই হ্রদের লংগদুতে স্পিডবোট ও একটি ইঞ্জিন চালিত নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্পিডবোটের যাত্রী জান্নাতুল নাঈম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার মাইনীর মধুয়ারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে । মারা যাওয়া জান্নাতুল নাঈম উপজেলার কালোমাঝি এলাকার বাসিন্দা মো. সাইফুউদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- সালমা বেগম (৩২) এবং কবির হোসেন (৬৫)। পুলিশ জানায়, সকালে উপজেলার মাইনীবাজার থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মধুয়ারচর এলাকার উদ্দেশ্যে রওনা হয়। স্পিডবোটটি মধুয়ারচর এলাকায় পৌঁছলে একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে স্পিডবোটে থাকা যাত্রীরা কাপ্তাই হ্রদে পড়ে যান। পরে খবর পেয়ে পুলিশ জেলেদের সহায়তায় হ্রদে উদ্ধার অভিযান শুরু করে। এসময় তিন জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।