সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে লেগুনার চালক-সহকারী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে ৩ জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন- মো. তাহমীদ, মো. সিয়াম ও মো. মাহিদ। প্রাথমিকভাবে অন্যান্য আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানান, সোমবার সন্ধ্যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থী মোটরসাইকেলে করে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চারাবাগ মোড় এলাকায় লেগুনার সাথে ধাক্কা লাগলে লেগুনার চালক ও শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই লেগুনার চালকসহ ওই স্থানে থাকা অন্যান্য লেগুনার চালকেরা ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ওই স্থানে গেলে তাদের ওপরও চড়াও হন লেগুনার চালকসহ স্থানীয়রা। পরে শিক্ষার্থী আহতদের ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে চারাবাগসহ এর আশপাশে কয়েকটি দোকানপাট ভাংচুর করে। এসময় লেগুনার চালকসহ স্থানীয়দের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে আশুলিয়া ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরা মোটরসাইকেলে করে ক্যাম্পাস থেকে যাওয়ার সময় লেগুনার সঙ্গে ধাক্কা লাগার ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তিনজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, লেগুনার সাথে মোটরসাইকেলের ধাক্কার ঘটনা নিয়ে লেগুনার চালক ও স্থানীয়দের সঙ্গে ড্যাফোডিলের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সেখানে আমাদের দুজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে।