1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘ডেড ইস্যু’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১ পঠিত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘ডেড ইস‌্যু’ মন্তব‌্য করে আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা এই ইস‌্যুকে আবারও জীবন্ত করতে চায়, তাদের লজ্জা পাওয়া উচিত। এসময় তিনি বলেন, পৃথিবীর কোথাও যে সরকারব্যবস্থা নেই, আমরা কেন তা করবো? বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর গেণ্ডারিয়ায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আঞ্জুমানে মফিদুল এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক উপ-কমিটি। বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন প্রয়োজন ছিল তখন আমরাও দাবি তুলেছিলাম। এখন সারা বিশ্বে এই সরকারব্যবস্থা নেই। আমাদের দেশের আদালত এই ব্যবস্থা চিরদিনের জন্য নাকচ করে দিয়েছেন। ‘আদালতের আইনে নিষিদ্ধ করে দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে। কাজেই লজ্জাটা তাদেরই পাওয়া উচিত। পৃথিবীর কোনও দেশ এই তত্ত্বাবধায়ক ধারণ করে না, বাংলাদেশে কেন করতে হবে। নিশ্চয়ই তারা লজ্জা-শরমের মাথা খেয়ে আজকে এটা বলছে। আওয়ামী লীগের এখানে কোন লজ্জা নেই।’ একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এই ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যা পৃথিবীর কোথাও নেই আমরা কেন সেটা করব? এখানে আমাদের লজ্জা কীসের?’ এসময় ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে সম্প্রতি এক বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে মানুষ আমাদের নিয়ে ভাবেন না, সারা দুনিয়া নিয়ে ভাবেন; বাংলাদেশ নিয়ে ভাবেন না, তাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই।’ ‘আমাদের সুখে-দুখে তিনি নেই, আমাদের করোনা মহামারিতে তিনি নেই; ১৫ আগস্টের প্রতিক্রিয়া তার কাছে নেই, ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডে তিনি প্রতিক্রিয়া প্রকাশ করেন না, তিনি নিশ্চুপ থাকেন ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলায়। বাংলাদেশের এত বন‌্যা, ঝড়, জলোচ্ছ্বাস, এতো প্রাণহানি- আপনি দুনিয়া নিয়ে ভাবেন বাংলাদেশ নিয়ে তো ভাবেন না। বাংলাদেশ নিয়ে যিনি ভাবেন না তাকে নিয়ে আমরা ভাববো কেন?’ এসময় কাদের বলেন, ‘যিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেছেন। তিনি ৬০ বছর পর্যন্ত এমডি থাকতে পারবেন। সেখানে তিনি ৭০ বছর পর্যন্ত জোর করে এমডি থাকতে চান। এখানে আইনের প্রশ্ন এসে গেছে। আমরা তো আইনের বিরোধিতা করতে পারি না। তার আইন তিনিই লঙ্ঘন করেছেন।’ ড. মুহাম্মদ ইউনুস দেশের একজন সম্মানিত নাগরিক মন্তব‌্য করে ওবায়দুল কাদের বলেন, কিন্তু তিনি তার কর্মকাণ্ডে নিজেকে অসম্মানিত করেছেন। আমাদের দেশের জনগণের কোনও সুখ-দুখে এই মানুষটিকে কখনো আমরা পাইনি। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD