নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ মার্চ) নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ ও টান ঘোড়াশাল রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে একই ট্রেনে কাটা পড়ে ঘোড়াশাল রেলক্রসিংয়ে এক পুরুষ নিহত হন। তিনি আরও জানান, শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়রা ওই নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করতে পারেনি। শনিবার দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- ১৫৯
Tag :
সর্বাধিক পঠিত


























