গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে ন্যায় রাজশাহী মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে আবু সাইদ চাঁদের আটকের পর বিএনপির কর্মসূচি পন্ড হয়ে যায়। অবস্থান কর্মসূচি শুরুর পরপরই বিকেল চারটার দিকে চাঁদ আটক করে পুলিশ। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু সাঈদ চাঁদকে আটক করা হয়েছে। তবে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা ও বিএনপি নেতারা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়ে পথ সভা শুরু করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও জেলা বিএনপির আন্দোলনের ব্যানার কেড়ে নেয় পুলিশ।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আটক
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- ৮২
Tag :
সর্বাধিক পঠিত























