ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে রোববার ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের বাসিন্দা ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানান। গ্রামসর্দার চ্যাান্দ্রাক এমবুকানিরওয়া এনদিবাঞ্জার জানান, উত্তর কিভুর মাসিসি অঞ্চলের বুলাওয়া গ্রামে সকালে ভূমিধসের এ ঘটনা ঘটে। তিনি বলেন, এতে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। আরও হতাহতদের উদ্ধারের লক্ষে সোমবার তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসক আলফোনস মুশেশা মিহিঙ্গানো ১৯ জনের প্রাণহানির কথা নিশ্চিত করে বলেছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পূর্ব কঙ্গোয় ভূমিধসে নিহত ১৯
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০২:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- ৭১
Tag :
সর্বাধিক পঠিত


























