1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন

দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৮ পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রব্বানী (৩৬) নাবিল পরিবহনের চালক; তিনি বীরগঞ্জের কবিরাজহাটের বাসিন্দা ও পিকআপচালক আজাদের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে নাবিল পরিবহনের বাসটি দিনাজপুর যাচ্ছিলো। পথে বিরামপুর উপজেলার বিজুল ঢাকাগামী মালবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।

আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD