দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রব্বানী (৩৬) নাবিল পরিবহনের চালক; তিনি বীরগঞ্জের কবিরাজহাটের বাসিন্দা ও পিকআপচালক আজাদের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে নাবিল পরিবহনের বাসটি দিনাজপুর যাচ্ছিলো। পথে বিরামপুর উপজেলার বিজুল ঢাকাগামী মালবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।