1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

রাবি ছাত্রদলের নেতাকে পেটালো সাবেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৮ পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা ও তার অনুসারীরা মিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২মে) দুপুর পৌঁনে একটার দিকে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ নুরুদ্দীন আবীর ও শাখা ছাত্রদলের কর্মী রাফি খান। এদের মধ্যে শেখ নুরুদ্দীন আবীর গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি ও তার অনুসারী হাবিব আদনান, মোস্তাফিজুর রহমান রহমান টোকন ও আল নুর। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের লিপু চত্বরের সামনে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত সাকিবুল হাসান বাকির নেতৃত্বে তার কয়েকজন অনুসারী তাঁদেরকে বেধড়ক মারধর করে। পরে তারা আত্মরক্ষার্থে ইবলিশ চত্বরের দিকে দৌড়ে পালাতে থাকে। এসময় সাকিবুল হাসানসহ তার অনুসারীরা তাঁদের ধাওয়া করেন। পরবর্তীতে তারা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মহরা দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাকিবুল হাসান বাকি মারধরের কথা স্বীকার করে বলেন, ‘রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে ক্যাম্পাসের চিহ্নিত ছাত্রদলের কয়েকজন যোগদান এবং আনন্দ মিছিল করার কারণে ক্যাম্পাসে তাদের প্রতিহত করা হয়েছে। ‘ এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল। আজ দুপুরে তারা আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একজন গুরুতর আহত হয়ে রামেকে ভর্তি আছে। ‘ তিনি আরও বলেন, ‘ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা প্রশাসনকে এ বিষয়ে জানালেও তারা কোনো ব্যবস্থা নেন নি।’ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা যতটুকু জেনেছি এটা লোকপ্রশাসন বিভাগের অভ্যন্তরীণ বিষয়। এর সাথে রাজনীতির সম্পৃক্ততা নেই। তবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এক নেতাকে মারধর করা হয়েছে। আমরা বিষয়টি খোঁজ-খবর নিচ্ছি। ‘

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD