বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৩ প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি  

কুষ্টিয়ার সদর উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচন আগামী ১২ জুন। এ ওয়ার্ডের সদস্য কাজল সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতীক নিয়ে বকুল আহমেদ বিপুল, মোরগ প্রতীক নিয়ে শামীম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান ও তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা লড়ছেন। বুধবার (৭ জুন) দিবাগত রাতে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিনের বাড়িতে কাফন কাপড়সহ সামগ্রী পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল বলেন, ‘আমি নির্বাচনে প্রচারণার প্রথম দিন থেকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। বুধবার রাতের যে কোনো সময় আমার বাড়ির ভিতরে কে বা কারা কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।’ এ বিষয়ে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, ‘প্রচারণা শেষে আমরা বাসায় ফিরে দেখি, বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি সব রেখে গেছে। সঙ্গে সঙ্গে থানার ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। পুলিশ এসে পলিথিনের ভিতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট। এখন যদি দাফনের কাফন রেখে যায়, তাহলে সাধারণ মানুষ তো আর ভোটকেন্দ্রে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’ এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুষ্টিয়ায় ৩ প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি  

প্রকাশিত সময় : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

কুষ্টিয়ার সদর উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচন আগামী ১২ জুন। এ ওয়ার্ডের সদস্য কাজল সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতীক নিয়ে বকুল আহমেদ বিপুল, মোরগ প্রতীক নিয়ে শামীম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান ও তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা লড়ছেন। বুধবার (৭ জুন) দিবাগত রাতে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিনের বাড়িতে কাফন কাপড়সহ সামগ্রী পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল বলেন, ‘আমি নির্বাচনে প্রচারণার প্রথম দিন থেকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। বুধবার রাতের যে কোনো সময় আমার বাড়ির ভিতরে কে বা কারা কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।’ এ বিষয়ে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, ‘প্রচারণা শেষে আমরা বাসায় ফিরে দেখি, বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি সব রেখে গেছে। সঙ্গে সঙ্গে থানার ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। পুলিশ এসে পলিথিনের ভিতরে কাফনের কাপড়, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট। এখন যদি দাফনের কাফন রেখে যায়, তাহলে সাধারণ মানুষ তো আর ভোটকেন্দ্রে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’ এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।