শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষ্ণ নামে চলছে জগন্নাথ দেবের রথ

শঙ্খধনী ও কৃষ্ণ নামে যাত্রা শুরু করেছে জগন্নাথ দেবের রথ। প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবীর কৃপাদৃষ্টি প্রার্থনায় রথযাত্রায় সামিল হয়েছেন প্রায় ৫০ হাজার সনাতন ধর্মাবলম্বী। রথের র‍্যালিটি রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দির থেকে যাত্রা করে যাচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে সাত দিন পর আগামী মঙ্গলবার ফিরতি যাত্রা করে আবারও ইস্কন মন্দিরে আসবে রথ। মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবীর বিগ্রহে আলাদা ৩টি পুষ্পকরথে (ফুল দিয়ে সাজানো রথের নাম) স্থাপন করে স্তোত্রগানে-বন্দনায় শুরু হয়েছে এ বছরের রথযাত্রা। এ আয়োজনের পুরোভাগে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ। বৃষ্টি মাথায় নিয়ে রথ যাত্রা সামিল হতে আসা লালবাগের বাসিন্দা বাদল ঘোষ বলেন, প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মা আজ আমাদের কৃপা করবেন বলে ধরাধামে এসেছেন। আজ প্রার্থনা করব প্রভু যেন সব সংকট সমাধানে আমাদের সাহস ও শক্তি জোগান। আমাদের মন যেন সবসময় তার চরণে নিবেদিত থাকে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন। পবিত্র রথযাত্রা উপলক্ষে অগ্নিহোত্র যজ্ঞ (বিশ্ব শান্তিকল্পে), আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও ধর্মীয় নাটকসহ বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরে। আগামী ২৮ জুন উল্টো রথে চেপে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবী ফিরবেন ইসকন মন্দিরে, সেখানে আয়োজনের সমাপ্তি। সূত্র; কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কৃষ্ণ নামে চলছে জগন্নাথ দেবের রথ

প্রকাশিত সময় : ০৫:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

শঙ্খধনী ও কৃষ্ণ নামে যাত্রা শুরু করেছে জগন্নাথ দেবের রথ। প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবীর কৃপাদৃষ্টি প্রার্থনায় রথযাত্রায় সামিল হয়েছেন প্রায় ৫০ হাজার সনাতন ধর্মাবলম্বী। রথের র‍্যালিটি রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দির থেকে যাত্রা করে যাচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে সাত দিন পর আগামী মঙ্গলবার ফিরতি যাত্রা করে আবারও ইস্কন মন্দিরে আসবে রথ। মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবীর বিগ্রহে আলাদা ৩টি পুষ্পকরথে (ফুল দিয়ে সাজানো রথের নাম) স্থাপন করে স্তোত্রগানে-বন্দনায় শুরু হয়েছে এ বছরের রথযাত্রা। এ আয়োজনের পুরোভাগে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ। বৃষ্টি মাথায় নিয়ে রথ যাত্রা সামিল হতে আসা লালবাগের বাসিন্দা বাদল ঘোষ বলেন, প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মা আজ আমাদের কৃপা করবেন বলে ধরাধামে এসেছেন। আজ প্রার্থনা করব প্রভু যেন সব সংকট সমাধানে আমাদের সাহস ও শক্তি জোগান। আমাদের মন যেন সবসময় তার চরণে নিবেদিত থাকে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন। পবিত্র রথযাত্রা উপলক্ষে অগ্নিহোত্র যজ্ঞ (বিশ্ব শান্তিকল্পে), আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও ধর্মীয় নাটকসহ বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরে। আগামী ২৮ জুন উল্টো রথে চেপে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবী ফিরবেন ইসকন মন্দিরে, সেখানে আয়োজনের সমাপ্তি। সূত্র; কালের কণ্ঠ