যুক্তরাষ্ট্র ও মিশরে সফর শেষে নিজ দেশ ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছয় দিনের সফর শেষে রোববার (২৫ জুন) রাতে তিনি নয়াদিল্লি ফিরেছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। সফরকালে বেশ কয়েকটি যুগান্তকারী চুক্তিও সই করেছেন ভারতের প্রধানমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাকাশী লেখি এবং বিজেপি প্রধান জে পি নাড্ডা। এ সময আরও উপস্থিত ছিলেন বিজেপির সংসদ সদস্য হর্ষ বর্ধন, হংস রাজ হংস ও গৌতম গম্ভীর। নরেন্দ্র মোদি গত ২০ জুন তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান।পরদিন জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি। পরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হোয়াইট হাউজে লাল গালিচা সংবর্ধনা জানান। বৃহস্পতিবার দুই নেতা একটি ঐতিহাসিক শীর্ষ বৈঠক করেন।এরপর মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেন নরেন্দ্র মোদি। রাতে হোয়াইট হাউজে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে ঐতিহাসিক নৈশভোজে অংশ নেন তিনি। তিন দিনের এই সফরে প্রতিরক্ষা, মহাকাশ ও বাণিজ্যসহ আরও বেশ কয়কটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সফর শেষে শনিবার তিনি মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান। সেখানে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি তাকে স্বাগত জানান। মিশর সফরকালে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি।বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেছেন।এরপর মিশর সরকার তাকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘অর্ডার অব দ্য নিল’ প্রদান করে।
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্র-মিশর সফর শেষে ভারতে ফিরেছেন মোদি
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৩৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- ৬৩
Tag :
সর্বাধিক পঠিত



























