শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭২২ জন। করোনাভাইরাসের শুরু থেকে মৃত্যু ও আক্রান্তের তথ্য দেওয়া ওয়েবাসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বুধবার সকালের দিকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আক্রান্তের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ২৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ৭৯ জন এবং মারা গেছেন তিনজন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৫ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮ লাখ ৯২ হাজার ৪৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৫ হাজার ১১১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৫১ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল সংস্থাটি। ডেইলি-বাংলাদেশ
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব করোনায় আরো ৭৭ জনের মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- ৭২
Tag :
সর্বাধিক পঠিত



























