ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এবং কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জুলেখা বেগমের বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের মাধবপুর থেকে আসা একটি অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। তিনি আরো জানান, সকাল ৯টায় সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ জুলেখা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরল ৩ প্রাণ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- ৫১
Tag :
সর্বাধিক পঠিত



























