অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সোমবার (০৩ জুলাই) বিমান হামলা ও হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কর্মকর্তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় জেনিন শরণার্থী শিবিরে ভয়ের পরিবেশ বিরাজ করছে। সেখানকার বাসিন্দা ও তিন সন্তানের মা হাইফা আবু সারিয়া (৩৪) বলছেন, তিনি তার বাড়ির কাছে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন।
তিনি বলেন, ‘তারা (ইসরায়েলি সেনাবাহিনী) এইমাত্র আমাদের প্রতিবেশীর বাড়ির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা আমাদের থেকে প্রায় ১০ মিটার দূরে। তাদের বলা হয়েছিল আজ ভোর থেকে বাড়িটি লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
সারিয়া বলেন, ‘আমরা বিমান হামলার শব্দে জেগে উঠি। যদিও এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশের সঙ্গে আমরা অভ্যস্ত। তবে আজ গোলাগুলি এত তীব্রভাবে হয়েছে আমার সন্তানরা পুরো সময় তাদের কান ঢেকে রেখেছিল। আমার ছোট মেয়েটি কান্নাকাটি করছিল এবং কাঁপছিল।’
তিনি জানান, জেনিন শরণার্থী শিবিরের মাঝখানে বসবাস করেন তারা। প্রতিবেশী এবং আত্মীয়রা তাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ঘরবাড়ি ধ্বংস করছে। তারা ক্যাম্পের ভেতরে গণহত্যা করতে চায়।
এর আগে স্থানীয় সময় ভোরে জেনিন শরণার্থী শিবিরে হামলা শুরু হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এদিন জেনিনের আবাসিক ভবনগুলোতে অন্তত ১০টি বিমান হামলা হয়। সকাল থেকে ট্রাক্টর দিয়ে শিবিরের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া শরণার্থী শিবিরের দিকে প্রায় ১৫০টি সাঁজোয়া যান এবং সামরিক বাহিনীর প্রায় এক হাজার সৈন্য বহর অগ্রসর হতে দেখা যায়।
যদিও হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা একটি সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে। যেটি জেনিন ব্রিগেডের কমান্ড সেন্টার হিসেবে কাজ করে এবং বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি ইউনিট।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন শরণার্থী শিবির ব্যবহার করে বেসামরিক লোকজনের ক্ষতি করছে। এই অবস্থায় চুপ করে বসে থাকবে না বলে জানায় আইডিএফ।
গত ২১ জুন ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ১৯ জুন জেনিনে একটি অভিযানে সাতজন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়। এছাড়া ফিলিস্তিনি বন্দুকধারীরা ২০ জুন চারজন ইসরায়েলিকে হত্যা করে, যেখানে কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























