রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক। এর আগে রোববার (৯ জুলাই) ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে। এই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদকে। তদন্ত করে প্রতিবেদন সোমবার (১০ জুলাই) নির্বাচন কমিশনে জমা দিয়েছে জেলা প্রশাসন।

রিপোর্টারের নাম 























