কাভার্ডভ্যান চালাচ্ছিলেন বড় ভাই। তাকে সহযোগিতা করছিলেন ছোট ভাই। ঠিক ওই সময় আরেকটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের ভেতরেই আটকে পড়েন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক আজিজুল হক ও তার ভাই হেলপার রবিউল হক। তারা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে। পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যান চালক ও হেলপার (দুই ভাই) আটকে যান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানে আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক। তিনি বলেন, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডেইলি-বাংলাদেশ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বড় ভাই চালক, ছোট ভাই হেলপার, সড়কে একসঙ্গেই নিথর দুজন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- ৬৯
Tag :
সর্বাধিক পঠিত



























