শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলে লাফ কিশোরীর, মধ্যরাতে লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে লাফিয়ে পড়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।জানা গেছে, ওই কিশোরীর নাম রিয়া (১৪)। সে বনানীর বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী এবং এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে রাগ করে চলে যায় রিয়া। সারাদিন কোনো খোঁজ পাওয়া যায়নি তার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ১০টার কিছু পরে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। টের পেয়ে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।এই ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন। তিনি বলেন, ‘হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে দুজন লাফ দেওয়ার খবর পেয়ে এসেছি। লাফ দেওয়া পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাতিরঝিলে লাফ কিশোরীর, মধ্যরাতে লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

রাজধানীর হাতিরঝিলে লাফিয়ে পড়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।জানা গেছে, ওই কিশোরীর নাম রিয়া (১৪)। সে বনানীর বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী এবং এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে রাগ করে চলে যায় রিয়া। সারাদিন কোনো খোঁজ পাওয়া যায়নি তার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ১০টার কিছু পরে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। টের পেয়ে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।এই ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন। তিনি বলেন, ‘হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে দুজন লাফ দেওয়ার খবর পেয়ে এসেছি। লাফ দেওয়া পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’