পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আগামী নির্বাচনে যদি তাদের দল মুসলিম লিগ-নওয়াজ(পিএমএল-এন) জয় পায় তবে নওয়াজ শরীফই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। গতকাল রোববার জিও নিউজের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শেহবাজ শরীফ বলেন, তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ২০১৯ সাল থেকে লন্ডনে নির্বাসিত রয়েছেন। তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার বড় ভাই ৭৩ বছর বয়সী নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরে আসার পরে আইনের মুখোমুখি হবেন। ইমরান খানের নির্দেশে তৈরি একটি মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তাকে চিকিৎসার ভিত্তিতে বিদেশে পাঠানো হয়েছিল।
২০১৭ সালে সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছিল। ২০১৮ সালে, তিনি পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর আজীবন সরকারী পদে থাকার অযোগ্য হয়ে পড়েন। চিকিৎসার ভিত্তিতে লাহোর হাইকোর্টের চার সপ্তাহের জামিনে লন্ডনে যাওয়ার আগে নওয়াজ শরিফ আল-আজিজিয়া মিলস দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
শেহবাজ শরীফ বলেছেন, ১২ আগস্ট মধ্যরাতে ১২ টায় মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে। তিনি বলেন, মিত্র দল, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে আলোচনার পর তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে পরিকল্পনা করা হবে।


আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























