বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শুভ নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই উপজেলার চন্ডেশ্বর এলাকার স্থানীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ একই এলাকার জয় হোসেনের ছেলে। জানা গেছে, বাড়ির সামনে স্থানীয় সড়কে খেলা করছিল শুভ। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শুভ। একইসঙ্গে মোটরসাইকেল চালকও রাস্তায় ছিটকে পড়েন। স্বজনরা শুভকে উদ্ধার করে হাসপাতাল নিচ্ছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে মোটরসাইকেল চালক একই উপজেলার বাসিন্দা মাশরাফিকে স্থানীয় কিছু লোকজন আটক করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা। তিনি বলেন, মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৯:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- ৭৫
Tag :
সর্বাধিক পঠিত


























