বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগের সাবেক সভাপতির ১২ বছরের কারাদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজকে অস্ত্র আইনের মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালাতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না। তাকে কোনো অর্থদণ্ড দেয়া হয়নি। মোট ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’ এর আগে ২০১৫ সালের ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ইলিয়াসকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা। উল্লেখ্য, ইলিয়াস হোসেন সবুজ ওরফে ইলিয়াস মিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ২০১৭ সালের ২৮ মে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৩ সালের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত করা হয়।- রাইজিংবিডি.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম’

অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগের সাবেক সভাপতির ১২ বছরের কারাদণ্ড

প্রকাশিত সময় : ১১:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজকে অস্ত্র আইনের মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালাতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না। তাকে কোনো অর্থদণ্ড দেয়া হয়নি। মোট ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’ এর আগে ২০১৫ সালের ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ইলিয়াসকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা। উল্লেখ্য, ইলিয়াস হোসেন সবুজ ওরফে ইলিয়াস মিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ২০১৭ সালের ২৮ মে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৩ সালের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত করা হয়।- রাইজিংবিডি.কম