বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হচ্ছে না মল্লযুদ্ধ, ভয় পেয়েছেন ইলন মাস্ক?

ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ-এ নাম দুইটির কথা বললে যেকারো চিনতে খুব একটা অসুবিধে হওয়ার কথা না। মার্ক জাকারবার্গ-যিনি মেটার সিইও এবং অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট এক্সের (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) কর্ণধার ইলন মাস্ক। এই দুই মহারথীর ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে বেশ সময় ধরে জল্পনা চলছে। গত ৬ আগস্ট লড়াইয়ের কথা এক প্রকার নিশ্চিতও করেন ইলন মাস্ক। তবে নতুন দাবি করলেন জাকারবার্গ। গতকাল রোববার জাকা দাবি করেছেন, ইলন মাস্ক মল্লযুদ্ধ নিয়ে সিরিয়াস নয়।গত ২০ জুন এ দুই মহারথীর লড়াইয়ের বিষয়ে ঘটনার প্রথম সূত্রপাত। সেইদিন ৫১ বছর বয়সী ইলন মাস্ক এক পোস্টে জানান, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি লোহার খাঁচায় লড়াই করতে প্রস্তুত।

মাস্কের এমন পোস্টের একদিন পরেই ৩৯ বছর বয়সী জাকারবার্গ তার ইনস্টাগ্রামে মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করেন। তিনি মাস্কের উদ্দেশে বলেন, লোকেশন পাঠান। পরবর্তীতে এর জবাবও দেন মাস্ক। তিনি উত্তরে লেখেন, ভেগাস অক্টাগন।তবে গতকাল রোববার জাকারবার্গ তার নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে বলেছেন, আমি মনে করি আমরা এখন সবাই সম্মত হতে পারি যে ইলন লড়াইয়ের ব্যাপারে সিরিয়াস নয় এবং সময় হয়েছে এগিয়ে যাওয়ার। আমি তাকে লড়াইয়ের নির্দিষ্ট তারিখ প্রস্তাব করেছিলাম কিন্তু ইলন এতে অজুহাত দেখিয়েছেন।এ নিয়ে জাকারবার্গ আরও বলেছেন, ইলন তারিখ নিশ্চিত করবে না, তিনি এখন বলছেন তার সার্জারি করতে হবে। তবে জাকারবার্গের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত ইলন মাস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হচ্ছে না মল্লযুদ্ধ, ভয় পেয়েছেন ইলন মাস্ক?

প্রকাশিত সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ-এ নাম দুইটির কথা বললে যেকারো চিনতে খুব একটা অসুবিধে হওয়ার কথা না। মার্ক জাকারবার্গ-যিনি মেটার সিইও এবং অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট এক্সের (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) কর্ণধার ইলন মাস্ক। এই দুই মহারথীর ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে বেশ সময় ধরে জল্পনা চলছে। গত ৬ আগস্ট লড়াইয়ের কথা এক প্রকার নিশ্চিতও করেন ইলন মাস্ক। তবে নতুন দাবি করলেন জাকারবার্গ। গতকাল রোববার জাকা দাবি করেছেন, ইলন মাস্ক মল্লযুদ্ধ নিয়ে সিরিয়াস নয়।গত ২০ জুন এ দুই মহারথীর লড়াইয়ের বিষয়ে ঘটনার প্রথম সূত্রপাত। সেইদিন ৫১ বছর বয়সী ইলন মাস্ক এক পোস্টে জানান, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি লোহার খাঁচায় লড়াই করতে প্রস্তুত।

মাস্কের এমন পোস্টের একদিন পরেই ৩৯ বছর বয়সী জাকারবার্গ তার ইনস্টাগ্রামে মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করেন। তিনি মাস্কের উদ্দেশে বলেন, লোকেশন পাঠান। পরবর্তীতে এর জবাবও দেন মাস্ক। তিনি উত্তরে লেখেন, ভেগাস অক্টাগন।তবে গতকাল রোববার জাকারবার্গ তার নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে বলেছেন, আমি মনে করি আমরা এখন সবাই সম্মত হতে পারি যে ইলন লড়াইয়ের ব্যাপারে সিরিয়াস নয় এবং সময় হয়েছে এগিয়ে যাওয়ার। আমি তাকে লড়াইয়ের নির্দিষ্ট তারিখ প্রস্তাব করেছিলাম কিন্তু ইলন এতে অজুহাত দেখিয়েছেন।এ নিয়ে জাকারবার্গ আরও বলেছেন, ইলন তারিখ নিশ্চিত করবে না, তিনি এখন বলছেন তার সার্জারি করতে হবে। তবে জাকারবার্গের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত ইলন মাস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।