রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ২০১৩ ও ২০১৪ সালের মতো রাজশাহীতে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম বা উস্কানিদাতাদের যথাযথ আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। আরএমপি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সোমবার সকালে আরএমপির উদ্যোগে রাজশাহী মহানগরীতে ‘কনফিডেন্স বিল্ডিং পেট্রোল’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি গোষ্ঠী এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। পৃথিবীতে অকার্যকর রাষ্ট্র হিসেবে যারা দেশকে পরিণত করতে চাই, তাদের রুখে দিতে পুলিশ সোচ্চার রয়েছে। পুলিশ জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস। দিনটি উপলক্ষে রাজশাহী মহানগরীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ এ কনফিডেন্স বিল্ডিং পেট্রোলের আয়োজন করে। আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক এবং অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতের নেতৃত্বে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), ডিবি, থানার ফাঁড়িসহ ট্রাফিক বিভাগের অফিসার ফোর্স দুটি দলে বিভক্ত হয়ে সাজোয়া যান এপিসি, ওয়াটার ক্যানন, টহল পিকআপ ও মোটরসাইকেল নিয়ে এ কনফিডেন্স বিল্ডিং পেট্রোলে অংশ নেন। কনফিডেন্স বিল্ডিং পেট্রোল নগরীর গুরুত্বপূর্ণ রুট প্রদক্ষিণ করে।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
‘রাজশাহীতে আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না’
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৯:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- ৫৫
Tag :
সর্বাধিক পঠিত























